রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে রবিবার অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, কৃষিবিদি আরশেদ আলী চৌধুরী প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণ দেন ফরিদপুর পাট অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মরিয়ম বেগম, সহকারী পরিচালক আমিনুর রহমান, মুখ্য পরিচালক এটিএম আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম ছামদানী, বালিয়াকান্দি উপজেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা আজিমুল ইসলাম। ১০০জন পাট চাষি এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
(এসএসসি/এএস/মে ০৪, ২০১৪)