স্টাফ রিপোর্টার : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দায়ের করা মামলায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ ১৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ শুনানি শেষে অব্যাহতির আদেশ দেন।


আসামিপক্ষের আইনজীবী আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে দরখাস্ত দাখিল করলে আদালত উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে আসামির অব্যাহতি প্রদান করেন।
আজ এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।

জানা যায়, যমুনা ফিউচার পার্কের নিরাপত্তা কর্মীরা র্যাবের সাদৃশ্য পোশাক পরিধান করার অভিযোগে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ১৩ জানুয়ারি র‌্যাব-১ এর ডিএমডি করিম উদ্দিন বাদী হয়ে বাটারা থানায় একটি মামলা দায়ের করেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৫, ২০১৪)