কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মওদুদ হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে ৮৫/১০ (আর) সীমান্ত পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আটক যুবক সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে ৮৫/১০ (আর) সীমান্ত পিলারের কাছে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিজ ক্যাম্পে রাখে।
বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটকের খবর পেয়ে এবং তাকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনে রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার মমতাজ হোসেন জানান, ‘সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে মওদুদ হোসেন ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের হাতে তিনি আটক হন।

তিনি আরও জানান, আটক যুবককে ফেরত চেয়ে ভারতের ৯১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ জলঙ্গী বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়া হয়েছে।

(কেকে/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)