কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : স্কুল ভিত্তিক দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে এক কর্মশালা দুপুরে কলাপাড়ার কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক-মাধ্যমিক শিক্ষা অফিস ও মুসলিম এইড ইউকে এর উদ্যোগে দিশারী কনসোর্টিয়াম ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় বাংলাদেশের স্কুল ও জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা ও নিরাপত্তা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ঘুর্ণিঝড় প্রবণ এলাকায় মাঠ পর্যায়ে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনাতে স্কুল ভিত্তিক ঝুঁকিহ্রাস কার্যক্রম অর্ন্তভুক্ত করার পরিকল্পনা নেয়া হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান কর্মশালায় বক্তব্য রাখেন। কর্মশালায় স্কুল শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

(এমকেআর/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)