চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইবাদুর রশিদকে (৪৬) ইয়াবাসহ রবিবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

সে চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার মরহুম ইসমাঈল হোসেনের ছেলে। তিনি সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

এলাকাবাসী জানায়, সরকারী কর্মচারী হয়ে সরকারী রাস্তার জায়গা দখল করে দ্বিতল বাড়ি নির্মাণ, নামজারী করতে আসা মহিলার হাতে লাঞ্চিত, অতি সম্প্রতি একটি মামলায় কয়েকদিন হাজতবাস করেছেন। বর্তমানে তিনি জামিনে থেকে ইয়াবাসহ পুলিশের হাতে আটক হন।

ওসি সুব্রত কুমার সরকার জানান, ইবাদুর রশিদ মোটরসাইকেল যোগে চাটমোহর থেকে ভাঙ্গুড়ার দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ গুনাইগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বড়শালিখা এস মোড়ে পুলিশ তার গতিরোধ করে। এসময় তার শরীর ও তার নিকট রক্ষিত ব্যাগ তল্লাসী করে ব্যাগের ভেতরে একটি খাতার মধ্য থেকে লাল রংয়ের ১০ পিচ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট ও একটি ইয়াবা সেবনের পাইপ উদ্ধার করে। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় চাটমোহর থানার এসআই আব্দুল মজিদ শেখ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১১। সোমবার সকালে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গতঃ ইতোপূর্বে পাবনার বেড়া ভূমি অফিসে চাকুরীরত অবস্থায় একটি নামজারি করতে ইবাদুর রশিদ ২০ হাজার টাকা দাবি করায় হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ চাঁদ এর স্ত্রী নুরুন্নাহার তাকে স্যান্ডেল পিটিয়েছিল। অতি সম্প্রতি বড়াইগ্রামে অপর একটি মামলায় হাজতবাস করে জামিনে ছাড়া পান ইবাদুর রশিদ।

এছাড়া ইবাদুর রশিদ সরকারী সম্পত্তি দখল করে বালুচর মহল্লায় দ্বিতল ভবন নির্মাণ করেছেন। বিষয়টি এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানালেও এখন পর্যন্ত সরকারী এই কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)