সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় ৯০ দশকের ছাত্রনেতাদের ছাত্র কনভেনশন সফল করার লক্ষে সিরাজগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের দু’বার নির্বাচিত ভিপি অমর কৃষ্ণ দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি কামাল উদ্দিন,শহর বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান তালুকদার রানা, রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চান্দাইকোনা ডিগ্রী কলেজের সাবেক ভিপি আয়নুল হক, তাড়াশ ডিগ্রী কলেজের সাবেক জিএস হাসান ইকবাল শহিদ, শাহজাদপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোয়াজ্জেম হোসেন কাজল, সাবেক জিএস আব্দুল আজিজ, সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের সাবেক ভিপি মোফাজ্জল হোসেন মিন্টু, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস মজনু শেখ, সাবেক এজিএস খোরশেদ আলম মিন্টু প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন কলেজের ৯০ দশকের ভিপি, জিএস ও এজিএস গণ অংশগ্রহন করেন। সভাটি পরিচালনা করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

(এসএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)