নওগাঁ প্রতিনিধি : সোমবার সকাল ১০ টায় নওগাঁ হরিজন কলোনীতে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হরিজনদের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য সুবিধার লক্ষ্যে দলিত রাইটস ইমপাওয়ারমেন্ট এ্যান্ড এ্যকসেস টু ওয়ার্ডস মেইনস্ট্রিম (ড্রিম) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিনা মূল্যে এই স্বাস্থ্যক্যাম্প ও মতবিনিময় সভার আয়োজন করে।

হেকস্ সুইজারল্যান্ড, পল্লী উন্নয়ন বিষয়ক সংস্থা (আরকো) ও সূর্যের হাসি ক্লিনিক নওগাঁ’র সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরকো’র নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, চিকিৎসা সেবায় ডা. সাকির আহম্মেদ মেডিক্যাল অফিসার, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. জহুরুল হাসান, ল্যাব টেকনিশিয়ান মো. লুৎফর রহমান, আরকো’র কমিউনিটি ডেভলোভমেন্ট অর্গানাইজার বিপাশা মৈত্র, এ্যাডভোকেসি এ্যান্ড ডকুমেন্টেশন অর্গানাইজার নওরীন আখতার শারমিন, সিএডিও সামসুন নাহার, সিএফ দিপক কুমার, সিজি সাধনা রাণী প্রমুখ। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

(বিএম/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)