স্টাফ রিপোর্টার : সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা শাহিন আরা লাইলী হাইকোর্টে রিটটি দায়ের করেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল হাসানের দ্বৈত বেঞ্চে শুনানি করে পরবর্তী শুনানির জন্য ৫ জানুয়ারি তারিখ ধার্য করেছেন।

রিটে বিবাদী করা হয়েছে- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, শিপিং করপোরেশনের চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, এসপি খুলনা ও বাগেরহাট।

রিটকারী আইনজীবী এখলাছ উদ্দিন ভুইয়া বলেন, গত ৭ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলের জাহাজ ডুবে। ওই জাহাজের তেলে বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্যসহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। সুন্দবরন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়েছি আদালতের কাছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

(ওএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)