লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের নিউ মার্কেট চত্বরে রাষ্ট্রয়াত্ত্ব (সরকারি) ও বেসরকারি বিভিন্ন ব্যাংকে মাত্রাতিরিক্ত সুদের হার শতকরা ১০ শতাংশ নিচে আনার দাবিতে সমাবেশ করেন। সোমবার (১৫ডিসেম্বর) দুপুরে বাজার ব্যবসায়ীরা এ সমাবেশের আয়োজন করেন।

ব্যবসায়ী নেতারা জানান, সরকারি-বেসরকারি ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে ১৭ থেকে ১৮ শতাংশ হারে সুদ ও সার্ভিস চার্জসহ বিভিন্ন অজুহাতে ব্যবাসয়ীদের শোষণ করছে। এমন পরিস্থিতিতে ঋণ গ্রহিতাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অব্যাহত লোকসানের কারণে ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার উপক্রম হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা ব্যবসায়ী ঐক্য ফোরামের আহ্বায়ক এম ছাবির আহমেদ, যুগ্ম আহ্বায়ক এস ইউ এ সেলিম, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, জেলা পেেট্রাল পাম্প এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, ব্যবসায়ী জসিম উদ্দিন, সামছুদ্দিন পাটোয়ারী, বাবুল হোসেন, আবদুস সাত্তার প্রমুখ।

প্রসঙ্গত, চন্দ্রগঞ্জ বাজারে ছোট-বড় দুই হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অধিকাংশ ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক থেকে চড়াসুদে ঋণ নিয়ে ব্যবসা করে আসছেন।

(এমআরএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)