আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, নাস্তিকতার উত্থানকে বন্ধ করতে দেশে ব্লাসফেমী আইন করার কোন বিকল্প নেই। রবিবার বাদ এশা বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বয়ানে তিনি আরো বলেন, যে শিক্ষা আদর্শবান মানুষ তৈরি করতে পারে না, সে শিক্ষা জাতীয় মর্যাদা লাভ করতে পারে না। তাই আমরা প্রতি ঘরে ঘরে একজন করে আলেম তৈরি করতে চাই, এটাই কওমী সংগ্রাম। কওমী শিক্ষা জ্ঞানমুখী শিক্ষা, সত্যিকারের মানুষ গড়ার শিক্ষা। কওমী শিক্ষা কোন সন্ত্রাসী তৈরি করে না বলেও তিনি উল্লেখ করেন।

হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহা পরিচালক ও বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী আরো বলেন, এদেশের অনৈসলামিক শিক্ষা ব্যবস্থার কারনে মুরতাদদের অব্যাহত উত্থান হচ্ছে। তাই নাস্তিকতার উত্থানকে বন্ধ করতে ব্লাসফেমী আইনের দাবিতে প্রত্যেক মুসলমানের সমর্থন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ভালো করতে হলে নিজেদের ভালো হতে হবে। আমরা সকলে ভালো হলে থানা পুলিশ লাগবেনা।


কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ ও মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক হাফেজ মাওলানা ওবায়েদুর রহমান মাহাবুবের সভাপতিত্বে দু’দিনব্যাপী অনুষ্ঠিত মাহফিলের শেষ দিনে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহনাবাদী, মোফাচ্ছেরে কোরআন মাওলানা ওমর ফারুক, মুফতী নুরুল্লাহ, মুফতী রফিকুল ইসলাম, মুফতী নুরুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামে গ্রামে ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি জেলায় সম্মেলন করে কওমী মাদ্রাসার আদর্শ ও বিশ্বাস সকলের কাছে পৌঁছে দিতে হবে। বক্তারা আরো বলেন, সকল কাজের কেন্দ্রবিন্দু হবে মসজিদ। ২৪ ঘন্টা মসজিদ খোলা রেখে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। দু’দিনব্যাপী সম্মেলনের রোববার শেষদিনের প্রধান আকর্ষণ ছিলেন হেফাজতের আমির আল্লমা আহমদ শফী। ওইদিন বিকেল তিনটায় তিনি হেলিকপ্টারযোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এসে নামেন। তাকে অভ্যর্থনা জানাতে ও একনজর দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে।

(টিবি/এএস/ডিসেম্বর ১৫, ২০১৪)