টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বিজয় উদযাপনকে দিবসকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, রান্না ঘরে অগ্নিসংযোগ, আসবাবপত্র ভাংচুর, জমি বিক্রি করা নগদ ২ লক্ষাধিক টাকা লুটপাট করে নিয়ে গেছে দুর্বত্তরা। রবিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার ধলাটেংগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন অাহত হয়েছে।

আহতরা হলেন- উজ্জল হোসেন (২৩), মরিয়ম বেগম (৪০), মজিবর রহমান (৪৮) আহত হয়েছে। আহতদের টাঙ্গইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মরিয়ম বেগম অবস্থা আশঙ্কাজনক

জানাগেছে, ধলাটেংগর গ্রামের মৃত-আ. রাজ্জকের ছেলে মো. উজ্জল হোসেনের সাথে প্রতিবেশী সাহাদত হোসেন নয়া (৩০)’র কথা কাটাকাটি হয়। পরে সাহাদত হোসেন নয়ার নেতৃত্বে দশকিয়া ইউপি সদস্য রহিজ উদ্দিন, সাবেক সল্লা ইউপি সদস্য আজাহার (৪৫), আজমত আলীসহ (৪০) একদল সন্ত্রাসী মো. উজ্জল হোসেনের উপর হামলা চালায়। উজ্জল হোসেন প্রতিবেশী মজিবর রহমান পুলিশের বাড়িতে আশ্রয় নিলে সেখানে হামলা চালিয়ে মজিবর রহমান পুলিশ ও তার স্ত্রী মরিয়ম বেগমকে আহত করে।

এ ব্যাপারে ইউপি সদস্য রহিজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।

এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

(আরকেপি/এটিআর/ডিসেম্বর ১৫, ২০১৪)