স্পোর্টস ডেস্ক, ঢাকা : সমর্থকদের রীতিমত দাঙ্গা লেগে গিয়েছিল নাপোলি-ফিওরেন্তিনা। শনিবার রোমের স্তাদিও অলিম্পিকোয় ইতালিয়ান কাপের ফাইনালের আগে নাপোলির ৩ সমর্থককে গুলি করে ফিওরেন্তিনার সমর্থকরা। এর প্রভাব ছড়িয়ে পরে গ্যালারিতে। দুই দলের সমর্থকরা একে অপরের দিকে আতশবাজি ছুড়ে মারে, সংঘাতে জড়ায়। দাঙ্গায় ৪৫ মিনিট দেরিতে শুরু হওয়া ফাইনালে ফিওরেন্তিনাকে ৩-১ গোলে হারিয়েছে নাপোলি। পঞ্চমবারের মতো ইতালিয়ান কাপ জয়ের আনন্দে মেতেছে দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবটি।

সমর্থকদের এই উন্মাত্ততা থামিয়ে ৪৫ মিনিট পর শুরু হওয়া ম্যাচে ১৭ মিনিটের মধ্যেই লরেন্সো ইনসিংনের জোড়া গোলে ২-০তে এগিয়ে যায় নাপোলি। ২৮ মিনিটে ভাহাগাসের গোলে ব্যবধান কমায় ফিওরেন্তিনা। তবে ইনজুরি টাইমে নাপোলির ম্যারটেন্সের গোলে সব আশা শেষ হয়ে যায় তাদের। ম্যাচ শেষে নাপোলির ওয়েবসাইটে শিরোপা জেতার প্রেরণা হিসেবে উল্লেখ করা হয় দর্শকদের নাম।

(ওএস/পি/মে ০৪,২০১৪)