নিউজ ডেস্ক : আপনি জানলেনও না,অথচ আপনার ফোন থেকে অজান্তেই অন্যদের কাছে পৌঁছে যাচ্ছে অনভিপ্রেত এসএমএস। সাইবার বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের বিশেষভাবে সতর্ক করছেন এই নয়া ভাইরাসের হাত থেকে বাঁচতে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নয়া সমস্যার জনক আসলে এক মারাত্মক ট্রোজান। আপনার স্মার্টফোন থেকে তথ্য চুরি করছে, এমনকী আপনার কনট্যাক্ট লিস্টও অজান্তেই হ্যাক হয়ে যাবে। ফোন থেকে আপনার অনুমতি ছাড়াই কয়েকটি কন্ট্যাক্টের কাছে চলে যাবে এসএমএস।

এই মারাত্মক ভাইরাসের নাম 'অ্যান্ড্রয়েড এসএমএসএন্ড'। ব্যক্তিগত তথ্যকে অ্যান্ড্রয়েড থেকে মুছে দিচ্ছে এই ট্রোজান।

কম্পিউটার এমার্জেসন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া(সি ই আর টি) সম্প্রতি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, একবার এই ট্রোজান ফোনে ঢুকে গেলে কয়েকটি নম্বর বেছে নিয়ে সেখানে এসএমএস পাঠাচ্ছে ইউজারের অজান্তেই।

(ওএস/অ/ডিসেম্বর ১৬, ২০১৪)