মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বিএনপিকে বিজয় দিবসের কর্মসূচি পালন রতে দেইনি গাংনী থানা পুলিশ।

মহান বিজয় দিবস পালন উপলক্ষে গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা দেওয়ার আয়োজনসহ নানা কর্মসূচি পালন করার কথা ছিল।

কর্মসূচি মোতাবেক সকাল সাড়ে ৭ টার সময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় উপজেলা চেয়ারম্যন মোরাদ আলী, গাংনী পৌর বিএনপি’র সভাপতি ইনসারুল হক ইনসু, যুবদল সভাপতি আক্তারুজ্জামান বাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু, পৌর যুবদল নেতা আক্তারুজ্জামান মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক এমপি আমজাদ হোসেন সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিজয় দিবসের কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে। আমাদের শুধু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে পুলিশ।

এ ব্যাপারে গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, বিএনপিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নাশককতা ঘটানোর আশংকায় তাদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

(আইএম/এএস/ডিসেম্বর ১৬, ২০১৪)