মদন (নেত্রকোনা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে মঙ্গলবার মদনে মহান বিজয় দিবস উদযাপন করে। 

৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। পরে উপজেলা স্মৃতি সৌধে পুষ্পকস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, উন্নত খাবার, বিশেষ মোনাজাত, প্রীতি ফুটবল, মুক্তিযোদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবগম্ভীর পরিবেশে উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দিবসটি উদ্যাপন করে।

(এএমএ/এএস/ডিসেম্বর ১৬, ২০১৪)