নোয়াখালী প্রতিনিধি : নানা অনুষ্ঠানমালার মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। সকালে উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালি শেষে নোবিপ্রবির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নোবিপ্রবি শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন বিভাগ, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ মিনারের পাদদেশে জাতীয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর ড. নেওয়াজ মোহাম্ম বাহাদুর এর সভাপতিত্বে মুক্ত আলোচনায় উপাচার্য (চ.দ) প্রফেসর ড. মো: আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক উপস্থিত ছিলেন। নোবিপ্রবি উপাচার্য ড. মো: আবুল হোসেন তাঁর বক্তব্যের বলেন, মুক্তিযোদ্ধারা নিজেদের বর্তমানকে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য বিসর্জন দিয়ে গেছেন; এটি অনেক বড় আত্মত্যাগ। এ দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারলেই আমরা তাঁদের আত্মত্যাগের মূল্য দিতে পারবো। তিনি বলেন, আমাদের উচিত পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যাওয়া। স্বাধীনতার পর বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নতি সাধন করতে সক্ষম হয়েছি যা শুধুমাত্র আমাদের স্বাধীনতার জন্যই সম্ভব হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়, ক্যাম্পাসে উৎসবের আমেজ লক্ষ্যণীয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন, মুক্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ইত্যাদি।

(জেএইচবি/পি/ডিসেম্বর ১৬, ২০১৪)