স্টাফ রিপোর্টার : সরকারকে ভারতের ‘ক্রীতদাস’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, দাসের স্বাধীনতা থাকে। কিন্তু ক্রীতদাসেও তা থাকে না। এই সরকার ভারতের দাস নয়, আমি তাদের ক্রীতদাস বলবো।

রবিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএনপির গণঅনশন কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘ভারত যা হুকুম করবে সরকার তাই করবে। জো হুকুম হুয়া, ও কারনা পাড়ে গা।’

আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের ছোট রাজনৈতিক দলগুলোকেও সরকার ও প্রশাসনে জায়গা করে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে সরকারে যাওয়ার সুযোগ পেলে দেশের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবো। বিএনপির পাশাপাশি অন্য রাজনৈতিকদলগুলোর যোগ্য নেতাদের নিয়ে সরকার ও প্রশাসন গঠন করা হবে।’
খালেদা জিয়া বলেন, ‘আমরা ক্ষমতায় যেতে পারলে গুম, খুন, অপহরণ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো।’

সাংবাদিকদের উদ্দেশে বিএনপি নেত্রী বলেন, ‘এই সরকার সাংবাদিকদের ওপরও নির্যাতন চালিয়েছে। এখানেও অনেক আহত সাংবাদিক আছেন।’ তিনি প্রেসক্লাব এলাকায় সমাবেশ করার জায়গায় দেয়ায় সাংবাদিকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(ওএস/এটি/মে ০৪, ২০১৪)