স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিসিবি উত্তরাঞ্চল চালকের আসনে। ওয়ালটন মধ্যাঞ্চলও তবে জবাব দিচ্ছে। উত্তরাঞ্চলের করা ৪৫৭ রানের জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১১৬ রান সংগ্রহ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। তাদের হাতে এখনও ৩ উইকেট। প্রথম ইনিংসে তারা পিছিয়ে ৩৪১ রানে। দ্বিতীয় দিন শেষে শামসুর রহমান শুভ ৩৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে সোমবার তৃতীয় দিনে যোগ দিবেন মার্শাল আইয়ুব।

শুরুটা ছিল চমৎকার ওয়ালটন মধ্যাঞ্চলের। ২ ওপেনার আব্দুল মজিদ ও রনি তালুকদার উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন। রনি তালুকদারকে (৯) উইকেটের পেছনে তালুবন্দি করিয়েছেন ফরহাদ রেজা। এরপর দ্বিতীয় উইকেটে আব্দুল মজিদ ও শামসুর রহমান দলকে ৭৪ রান পর্যন্ত টেনে নেন। ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফিরতে হয় ডানহাতি ব্যাটসম্যান মজিদকে। ৫৯ বলে ৬ বাউন্ডারিতে ৩১ রান করেন জাতীয় লিগের সর্বোচ্চ এই রান সংগ্রাহক। তাইজুল ইসলামের বলে ফিরতি ক্যাচ দেন মজিদ।

‘মজিদের বিদায়ের পর ৪ নাম্বারে ব্যাটিংয়ে আসেন আসিফ আহমেদ রাতুল। শামসুর রহমানকে সঙ্গে নিয়ে উত্তরাঞ্চলের বোলারদের উপর চেপেও বসেন তিনি। দলীয় ১৬৬ রানে তাইজুলের ঘূর্ণিতে ৩৩ রানে শেষ হয়ে যায় রাতুলের ইনিংস। ৩৮ বলে ১ চার ও ২ ছয়ে দ্রুত ৩৩ রান করেন রাতুল। এর আগে শনিবার প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৮৭ রান তুলে নেয় বিসিবি উত্তরাঞ্চল। তবে দ্বিতীয় দিনে উত্তরাঞ্চলকে দাঁড়াতে দেয়নি মধ্যাঞ্চলের বোলাররা। ১৬৯ রানেই শেষ ৬ উইকেট হারায় তারা।

এদিকে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের চেয়ে দ্বিতীয় ইনিংসে ১০৩ রানে পিছিয়ে আছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে ইসলামী ব্যাংক মাত্র ১৩৫ রান করে। জবাবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ৩৭৬ রান তুলে নেয়। প্রাইম ব্যাংকের রানের চাকার লাগাম টেনে ধরেন এনামুল হক জুনিয়র। বাঁহাতি এই স্পিনার একাই নেন ৫ উইকেট। এ ছাড়া মোসাদ্দেক নেন ৩ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন উইকেটকিপার ও ব্যাটসম্যান মিথুন। এ ছাড়া সৌম্য সরকার ৭১ ও সোহাগ গাজী ৬৪ রান করেন।

২৪১ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইসলামী ব্যাংক দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করেছে। ক্রিজে অপরাজিত আছেন সাদমান ইসলাম (৫৬) ও লিটন কুমার (৪৭)। দ্বিতীয় উইকেটে এই জুটির সংগ্রহ ৯৬ রান। এর আগে দলীয় ৪২ রানে নাজিম উদ্দিনকে হারায় ইসলামী ব্যাংক। ৫ বাউন্ডারিতে ২৭ রান আসে নাজিম উদ্দিনের ব্যাট থেকে। উইকেটটি নিয়েছেন সোহাগ গাজী।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন)

ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল

উত্তরাঞ্চল প্রথম ইনিংস : ৪৫৭/১০ (ফরহাদ হোসেন ১০৯, তানভীর হায়দার ৬৬, জুনায়েদ সিদ্দিকি ৬৫, হামিদুল ইসলাম ৬০; ইলিয়াস সানি ৪/১১১, মাহমুদউল্লাহ রিয়াদ ৩/১২৭,মার্শাল আইয়ুব ২/৭৩)

ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংস : ১১৬/৩ (শামসুর রহমান ৩৫*, আসিফ আহমেদ ৩৩, আব্দুল মজিদ ৩১; তাজুল ইসলাম ২/২৫, ফরহাদ রেজা ১/৯)

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংস : ১৫৩/১০ (অলক কাপালি ৫৬, সাদমান ইসলাম ৩৩; আব্দুর রাজ্জাক ৪/৩৪, সোহাগ গাজী ৩/৪১)

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস : ৩৮/১ (সাদমান ইসলাম ৫৭*, লিটন কুমার ৪৭; সোহাগ গাজী ১/৪১)

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস : ৩৭৬/১০ (মিথুন ৭৭, সৌম্য সরকার ৭১, সোহাগ গাজী ৬৪, এনামুল হক বিজয় ৫৯, ইমরুল কায়েস ৩৮; এনামুল হক জুনিয়র ৫/১২৬, মোসাদ্দেক হোসেন ৩/৬৫, মুমিনুল হক ২/৪৩)

(ওএস/পি/মে ০৪,২০১৪)