স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলেছিলেন শাহাদাত হোসেন। ঢাকা ও খুলনা টেস্টে ভালো করতে পারেননি তিনি। বল হাতে ঢাকা টেস্টে নেন ২ উইকেট। খুলনায় ছিলেন উইকেট শূণ্য।

তৃতীয় টেস্টে স্কোয়াডে থাকলেও সেরা একাদশে খেলার সুযোগ হারান শাহাদাত হোসেন। এরপর ওয়ানডে দলেও জায়গা হয়নি তার। তবে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন নিয়মিত। ৮ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। মাঠের পারফরম্যান্সে দলকে প্রিমিয়ার লিগের সুপার লিগে উঠাতে পারেননি শাহাদাত।

তবে গতকাল বিজয়ের দিনের সেরা উপহারটি পেলেন ডানহাতি এই পেসার। মঙ্গলবার মেয়ের বাবা হয়েছেন শাহাদাত হোসেন। শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নৃত্যর কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান।

২০১৩ সালের ৫ এপ্রিল জুটি বাঁধেন শাহাদাত হোসেন রাজীব ও জেসমিন জাহান নৃত্য। রূপসী বাংলা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করেন রাজীব। জাতীয় দলের ক্রিকেটারসহ ক্রিকেটবোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেসমিন জাহান নৃত্য ঢাকায় পড়াশোনা করছেন। কুমিল্লার মেয়ে জেসমিন জাহান নৃত্যের বাবা পেশায় ইঞ্জিনিয়ার।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৭, ২০১৪)