স্টাফ রিপোর্টার : দেশের উভয় পুঁজিবাজারে একটানা পাঁচদিন ধরে কমছে মূল্য সূচক। বুধবার দিনের তিন ঘণ্টা লেনদেন হয়েছে দর পতনের মধ্য দিয়ে। দর পতনের পাশাপাশি এদিন টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।

দুপুর দেড়টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৫২ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১৫৩ কোটি ৬১ লাখ ৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

দুপুর দেড়টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমসের। এ সময়ে এ কোম্পানির ২৬ লাখ ৪১ হাজার ৪৭৯টি শেয়ার ৮ কোটি ৮২ লাখ ৪৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮৬৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ২৩৮ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১২৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৭, ২০১৪)