মেহেরপুর প্রতিনিধি : ৬ ডিসেম্বর দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সারাদেশে সীমান্তের ৪০৪ অস্ত্র ব্যবসায়ী নামের সাথে গাংনী উপজেলার কাজিপুর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে ও উপজেলা যুবলীগের সহ দপ্তর সম্পাদ আব্দুল আলিমের নাম প্রকাশিত হওয়ায় তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গাংনী উপজেলা যুবলীগ।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলা যুবলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনর সভাপতিত্বে লিখিত প্রতিবাদ লিপি পাঠ করেন অভিযুক্ত আব্দুল আলিম। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত যুবলীগ নেতা আব্দুল আলিম জানান, একটি মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার সামাজিক ও রাজনৈতিক অবস্থান ক্ষুন্ন করার জন্য গোয়েন্দা সংস্থার কাছে ভুল তথ্য দিয়েছে। তিনি আরো জানান, এ ঘটনার সাথে জড়িত অপরাধীকে বিচারের আওতায় এনে আসল তথ্য উদঘাটনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

(আইএম/এএস/ডিসেম্বর ১৭, ২০১৪)