কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কুষ্টিয়ায় এবং মেহেরপুর জেলার বিভিন্ন কোম্পানী ও বিওপি কর্তৃক আটককৃত ২৯ লক্ষ ২০ হাজার ৭শ’ ২৫ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে।

বুধবার দুপুরে মিরপুর ভাঙ্গা বটতলা নামকস্থানে এ মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেন, মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার এক ধরনের বিশেষ অস্ত্র। মাদকের ভায়াবহ মরন ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। তাই মাদকমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসানের পরিচালনায় এ সময়ে কুষ্টিয়া বিজিবি সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর তারেক মাহমুদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, মেহেরপুরের নির্বাহী ম্যাচিষ্ট্রেট আরিফ হোসেন, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মামুন, সহকারী পরিচালক আব্দুর রহিম, মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুষ্টিয়া সদর সার্কেলের এসআই আব্দুল হান্নান, মেহেরপুর সার্কেলের এএসআই গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ৬৯৫৮ বোতল ফেনসিডিল, ৩৩ কেজি গাঁজা, ৫০ লিটার স্প্রীট ও ২৪ লিটার দেশি মদ রয়েছে।

(কেকে/এএস/ডিসেম্বর ১৭, ২০১৪)