নাটোর প্রতিনিধি : সুন্দরবনের ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় দূষণ মুক্ত সুন্দরবন চাই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় গণস্বক্ষর কর্মসুচী ও  মানববন্ধন করা হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় সিংড়া বাসষ্ট্যান্ডে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচীতে জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্ত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন সিংড়া পৌর মেয়র শামিম আল রাজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম ইসাহক আহমেদ, সাখাওয়াত হোসেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রিন্ট মিডিয়া উপ-কমিটির আহবায়ক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর তায়েজুল ইসলাম, ড. নূর আহমেদ শেখ, আবু সাইদ পলাশ, প্রভাষক হারুন আর রশিদ, মহসিন আলম, নুর-ই-আসাফুদৌলা, আব্দুল মালেক, কুরবান আলী প্রমুখ

(এমআর/এএস/ডিসেম্বর ১৭, ২০১৪)