মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় শিয়াম (৬) নামের এক শিশু মারা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এলাস উদ্দিন ফকিরের ছেলে শিয়াম সকালে রাস্তা পার হবার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়। এসময় তাকে গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিশুটি মারা যায়। এঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

(এসিএ/পি/ডিসেম্বর ১৭, ২০১৪)