ঈশ্বরদী প্রতিনিধি : কর্তব্য ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে পশ্চিমাঞ্চল রেলের জিএম, ডিআরএম, ডিসিওসহ ৫জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে পাবনা মাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের হয়েছে। একাত্তর টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ও ঈশ্বরদীর সন্তান মঞ্জুর মোর্শেদ খান রিয়েনের পিতা মাহবুব মোর্শেদ খান ওরফে জেম খান আজ বুধবার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে এই মামলাটি দায়ের করেন।

ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম মামলাটি গ্রহণ করে রেলওয়ে থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের জিএম আব্দুল আওয়াল ভূঞা, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আরিফুজ্জামান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, চাটমোহর ষ্টেশনের মাষ্টার গাজী গোলাম ফেরদৌস, ও গার্ড আব্দুর রউফকে আসামী করা হয়েছে। বাদী ঈশ্বরদীর পূর্বটেংরী এলাকার বাসিন্দা ও জাতীয় পার্টির নেতা মাহবুব মোর্শেদ খান তার এজাহারে বলেন, গত ১০ই অক্টোবর ঈশ্বরদী হতে তার পুত্র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ খান রিয়েন ও তার স্ত্রী ডা. রুমানা আহমেদকে নিয়ে ট্রেনযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ষ্টেশনে যান। ট্রেনের গার্ড ও মামলার ১ নম্বর আসামী ইচ্ছেকৃতভাবে ট্রেনটি প্লাটফর্মের বাহিরে ৩টি কম্পার্টমেন্ট মাঠের মধে দাঁড় করায়। ঐ তিনটি কম্পার্টমেন্টের ৪টি দরজা থাকওে মাত্র ১টি দরজা খোলা রাখা হয়। এতে ট্রেনে উঠতে গিয়ে রিয়েন মেরুদন্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। রিয়েন দীর্ঘদিন ঢাকার সমরিতা ও স্কয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। কিন্তু তারপরও চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একারণে বাদী পুত্রের চিকিৎসার ক্ষতিপূরণ দাবী করে তিনি পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে এই মামলা দায়ের করেন। বাবার দায়েরকৃত মামলায় অবশ্যই সুবিচার পাবেন বলে আহত সাংবাদিক মঞ্জুর মোর্শেদ খান রিয়েন জানিয়েছেন।

(এসকেকে/পি/ডিসেম্বর ১৭, ২০১৪)