স্টাফ রিপোর্টার : সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আসলেই কুলাঙ্গার।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় গ্রন্থাগারে ‘বিজয়ের চলচ্চিত্র উৎসব-২০১৪’ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধুকে রাজাকার বলে কটূক্তি করার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও গণগ্রন্থাগার অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘তারেককে আমি আর কী বলব। সে আসলে কুলাঙ্গার। তার পিতা ও মাতা, এমনকি দলের কোনো নেতা বঙ্গবন্ধুকে নিয়ে যে শব্দ উচ্চারণ করেননি তারেক রহমান তাই করছে। এর মাধ্যমে সে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

আসাদুজ্জামান নূর বলেন, ‘যখন এ ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তখন বুঝতে হবে যে, পাকিস্তানি প্রেতাত্মারা এখনো এদেশে রয়ে গেছে।’

তিনি বলেন, ‘এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই যে আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সোনার বাংলা পেয়েছি।’

(ওএস/এএস/ডিসেম্বর ১৮, ২০১৪)