স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড সৃষ্টি হবে।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিসি ব্যাংক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

গভর্নর বলেন, চলতি ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে যাবে।

ড. আতিউর বলেন, অর্থনীতির যে গতি, তাতে চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ ছাড়িয়ে যাবে। আজ বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড সৃষ্টি হবে।

তিনি বলেন, আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। তা আজ ছাড়িয়ে যাবে। বৈদেশিক মুদ্রার এ রিজার্ভ দিয়ে কমপক্ষে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

(ওএস/এএস/ডিসেম্বর ১৮, ২০১৪)