বগুড়া প্রতিনিধি : বাংলাদেশের বেশিরভাগ ইউনিয়নের নির্বাচিত নারী প্রতিনিধিরা শিক্ষা এবং সচেতনতার অভাবে তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। সেই সাথে রয়েছে মানসিক, সামাজিক এবং ধর্মীয় বাধা। ফলে তারা তাদের ক্ষমতার যথাযথ প্রয়োগ দেখাতে পারছে না। তবে তাদের ক্ষমতায়নের জন্য নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে। হতে হবে যোগ্য এবং দায়িত্ববান। শিক্ষা এবং যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা পুরুষের চেয়ে কোন অংশে কম নয়। উন্নয়নে নারীর ক্ষমতায়নের গুরুত্ব ও বর্তমান চিত্র শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্নয়নে নারীর ক্ষমতায়নের গুরুত্ব ও বর্তমান চিত্র শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি)’র সহযোগিতায় মত বিনিময় সভা আয়োজন করে স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম (এলজিজেএফ) বগুড়া জেলা কমিটি। এলজিজেএফ রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের ব্যুরো চিফ লিমন বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু ও শাখারিয়া ইউনিয়নের নারী সদস্য মোছা. রাশেদা খাতুন। এলজিজেএফ বগুড়া জেলার সাধারণ সম্পাদক ফরহাদ শাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য দেন এমএমসি’র বাস্তবায়নাধীন সিটিজেনস্ ভয়েস ফর ইমপ্রুভড লোকাল পাবলিক সার্ভিসেস (সিভিআইপিএস) প্রকল্পের ট্রেনিং অফিসার আরিফুল ইসলাম নয়ন। সংলাপে আলোচ্য বিষয়ের উপর বক্তব্য দেন ফাঁপর ইউনিয়ন পরিষদের নারী সদস্য চাম্পা, নিশিন্দারা ইউনিয়নের নারী সদস্য আনজুমান, শাখারিয়া ইউনিয়নের নারী সদস্য রাণী মা ও নিশিন্দারা ইউনিয়নের নারী সদস্য সাজেদা বেগম। আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, দৈনিক উত্তরের খবরের নির্বাহী সম্পাদক সাজেদুর রহমান সিজু, দৈনিক বাংলা বুলেটিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ, সিবিআই নিউজ ২৪ ডট কমের রিপোর্টার গোলাম মোস্তফা সহ ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী সদস্যবৃন্দ।

(এএসবি/এএস/ডিসেম্বর ১৮, ২০১৪)