গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুর ড্রেজার ডুবে ২ শ্রমিক নিহত হয়েছে। তারা হলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার জাকুয়াপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. শওকত আলী (৩৫) এবং একই উপজেলার মুদাপতথানা গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো. নোয়াব আলী (৫০)। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরীরা তাদের মৃত দেহ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে শীতলক্ষ্যার কালীগঞ্জের সাওরাইদ বাজার এলাকায় ড্রেজারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সেখানেই ড্রেজারটি থামিয়ে মেরামত করা হচ্ছিল। মেরামত শ্রমিকরা চলে গেলে রাত ১১টার দিকে খাবার খেয়ে ডেজারের তিন শ্রমিক ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ড্রেজারটি নীচ দিয়ে ছিদ্র হয়ে পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় টের পেয়ে ড্রেজারের ছাদ থেকে আফছার নামের এক শ্রমিক লাফিয়ে পানিতে পড়ে তীরে উঠতে পারলেও অপর দু’জন ভেতরে আটকা পড়েন।
পরে নিখোঁজদের সন্ধানে পার্শ্ববর্তী পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরীদের খবর দেওয়া হয়। তারা এসে দীর্ঘ চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ডুবে যাওয়া ড্রেজারের কেবিন থেকে শওকত আলী ও নোয়াব আলীর লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম তোরন লাশ দাফনের জন্য নিহত দুই পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

(এসএএস/অ/ডিসেম্বর ১৮, ২০১৪)