পটুয়াখালী প্রতিনিধি : ডুবে যাওয়ার ৩০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে লঞ্চ এমভি শাথিল। রবিবার রাত পৌনে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ লঞ্চটি উদ্ধার করে। এর মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া নদীতে ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর পরিচালক মোহাম্মদ হোসেন আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

তিনি আনুষ্ঠানিক ঘোষণায় জানান, লঞ্চ দুর্ঘটনায় সর্বমোট ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুই জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকেল ৩টার দিকে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে উদ্ধার হয় এমভি শাথিল।

(ওএস/অ/মে ০৪, ২০১৪)