ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌরসভায় বৃহস্পতিবার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাহক পর্যায়ে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবস্থা নিরুপন সংক্রান্ত জরিপের ফলাফল উপস্থাপন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সভায় পৌরসভার উদ্যোগে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা, নতুন প্রকল্প অবহিতকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

মেয়র মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্বব্যাংকের সিনিয়র ওয়াটার এন্ড স্যানিটেশন এক্সপার্ট আবদুল মোতালেব, পৌরসভার প্যানেল মেয়র প্রনব কুমার নাথ ভানু, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ, সচিব শাহীন আখতার, সহকারী প্রকৌশলী (পানি) মোঃ কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুদ্দোজা হারুন এবং টিএলসিসি সদস্য, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু বক্তৃতা করেন।

(এএম/পি/ডিসেম্বর ১৮, ২০১৪)