মাগুরা প্রতিনিধি : আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমানকে গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। এলাকাবাসীসহ একাধিক সুত্রে জানা গেছে, মতিয়ার রহমান দ্বায়িত্বরত অবস্থায় গত ৪ মাসে মহম্মদপুরের বিভিন্ন এলাকায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতা পংকজ বসু হত্যাকান্ডসহ একাধিক খুনের ঘটনা ঘটে। এছাড়া বালিদিয়া ও নহাটার খলিশাখালী গ্রামে দুটি ভয়াবহ সংর্ঘষে অসংখ্য বাড়ি-ঘর ভাংচুর-লুটপাট,অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামে একজন প্রবাসী, দুই ব্যাবসায়িসহ ৬ টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। বিশেষ করে পংকজ বসু হত্যাকান্ডের পর এলাকায় বিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি হয়।

গত ১৩ ডিসেম্বর পংকজ বসুর পরিবার মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসামীদের গ্রেফতারের বিষয়ে মহম্মদপুর পুলিশের অবহেলার অভিযোগ আনেন। পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন,‘মতিয়ার রহমানকে মাগুরা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তবে সরাসরি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নয়, এটির অধিক উন্নয়নের জন্য। তার স্থলে মেহেরপুর থেকে অতিয়ার রহমান নামে অপর এক ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদপুর থানায় যোগদান করেছেন’।

(ডিসি/পি/ডিসেম্বর ১৮, ২০১৪)