বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে মোড়েলগঞ্জ-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের ধোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে মাড়েলগঞ্জে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে মুজিবর রহমান (৫০), সালমা (২৫), রিমি বেগম (২৮), রহিম (৩৫), নাজমা (৩০), নাজমুল (২০), কবির (৩৪) এর নাম জানা গেছে।

মোড়েলগঞ্জ থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, মোড়েলগজ্ঞে সোলমবাড়িয়া বাসষ্ট্যান্ড থেকে যাত্রীবাহি বাসটি (যশোর ব-১৫০৭) জেলা সদর বাগেরহাটের উদ্দেশ্য ছেড়ে যাবার কিছু ক্ষনের মধ্যে বাসটি চাকা পাঞ্চার হয়ে খাদে পড়ে যায়। এসময় ২০ জনের মত যাত্রী আহত হয়। এলাকাবাসির সহতায় আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, খাদে পড়া বাসের নিচে কোন যাত্রী আটকে থাকতে পারে বলে উদ্ধার কাজ ছলছে।

(একে/এইচআর/ডিসেম্বর ১৯, ২০১৪)