বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরে টেম্পু ষ্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সোহাগ (২০) নামের এক ছাত্রলীগের কর্মীকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বহিস্কৃত উপজেলা যুবলীগ সভাপতি হারুন ও বহিস্কৃত যুবলীগ সাধারন সম্পাদক ফারুক খানের  গ্রুপের মধ্যে সংর্ঘষের সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফকিরহাট উপজেলা সদরের মোড়ের টেম্পু ট্যান্ড খান ফারুকের দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষ গ্রুপ হরুনের লোকজন এদিন রাত ৯টার দিকে দখল করতে আসে। এসময় উভয় গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। পরে প্রায় আধা ঘন্ট্যাব্যাপী চলে দু’গ্রুপের মধ্যে সংর্ঘষ। এসময় কমপক্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে সোহাগের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে সংর্ঘষ চলাকালে কতিপয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ফকিরহাট উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে বিএনপি নেতারা জানান।

ফকিরহাট থানার ওসি মো: শমসের আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সেখানে ফের সংর্ঘষের আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(একে/এইচআর/ডিসেম্বর ১৯, ২০১৪)