সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের অন্তত ৩৫ নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সারা রাতব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছর সরকারবিরোধী আন্দোলন চলাকালিন সময়ে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাদান, হামলাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক করার জন্য বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিএনপি ও জামায়াত-শিবিরের অন্তত ৩৫ জনকে আটক কর হয়েছে।

ওসি আরো জানান, আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরন কর হবে।

(এসএস/এসসি/ডিসেম্বর১৮,২০১৪)