শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের এক সন্তানের জননী শিউলী রানী ঘোষকে (২০) হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

নিহত শিউলী রানী ঘোষ শাহজাদপুর সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী।

নিহতের ভাই সুজন কুমার ঘোষ অভিযোগ করেন, তার বোনকে শ্বশুর বাড়ীর লোকজন হত্যা করে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন।

এদিকে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হাই জানান, ধারণা করা হচ্ছে শিউলী আত্মহত্যা করেছে। লাশের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

(এআরপি/এটিআর/ডিসেম্বর ১৯, ২০১৪)