মাদারীপুর প্রতিনিধি : সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাঙ্কার ডুবির ঘটনার পর এখন পর্যন্ত শুধুমাত্র একটি সাপ মরার ছবি মিডিয়া দেখাতে সম্ভব হয়েছে। একটি সাপ ছাড়া আর কোন পাখি, জলহস্তী, কুমিরসহ অন্য কোনো প্রাণী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউজে এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলামসহ এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীবৃন্দ।

(এএসএ/এটিআর/ডিসেম্বর ১৯, ২০১৪)