কলাপাড়া প্রতিনিধি : প্রচন্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের টিলা মাঠে এ মহিষের লড়াই উপভোগ করতে কলাপাড়াসহ বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা জড়ো হয়। প্রতিবছরের মতো এ মহিষের লড়াইকে কেন্দ্র করে গোটা এলাকা ছিলো উৎসবমুখর। দুইটি মহিষের মধ্যে প্রায় দশ মিনিট ব্যাপী লড়াই হয়। লড়াইয়ে মন্টু রাখালের পালিত মহিষটি বিজয়ী হয়।

মহিষের মালিক সোহেল মিরা ও রিমু মিরা জানান, প্রায় তিনবছর বরগুনার আমতলী থেকে তিন লাখ টাকা দিয়ে এ বলি মহিষ দুটি ক্রয় করা হয়। শুধু লড়াই করানোর জন্য তিন বছর ধরে মন্টু রাখাল ও ইউসুফ রাখাল এদের প্রশিক্ষন দেয়। এ মহিষ দুটিকে স্থানীয়রা বিভিন্ন নামে নাম করন করে। কেউবা বলে সিনবাদ, কেউবা আবার বাহাদুর, বাঘবাচ্চা, মোগলপ্লাস, কালোনাগ, মেসি, পাগলা, বুলেট নামে আখ্যায়িত করে। মহিষের লড়াই দেখতে উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান কোক্কা উপস্থিত ছিলেন।

(এমকেআর/পি/ডিসেম্বর ১৯, ২০১৪)