জামালপুর প্রতিনিধি : জামালপুরে চলমান বাস ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টায় বাস ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন-৮২২ এর সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু বলেন, রাতে আলোচনার পর চলমান বাস ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, শনিবার রাতে জামালপুরের রাজিব পরিবহনের বাসচালক মো. হাদিস (৪৫) বাস নিয়ে রাজধানীর মহাখালী টার্মিনালে যান। এ সময় মহাখালীর শ্রমিকরা তার কাছে চাঁদার টাকা দাবি করেন। তিনি দাবি করা চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পিটিয়ে তাকে আহত করে ওই শ্রমিকরা। পরে আহত বাসচালক হাদিসকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে জামালপুরের বিক্ষুব্ধ বাসচালক ও শ্রমিকরা বাস ধর্মঘটের ডাক দেন।

(ওএস/এইচআর/মে ০৫, ২০১৪)