হবিগঞ্জ প্রতিনিধি : চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার বিকেলে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিতলায় নির্মাণাধীন ফাইন টেক্সটাইল মিলসে হামলা চালিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন। এ সময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত আব্দুল খালেক (৪০) ও আব্দুর রউফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মতিন (৩০), মোস্তাফা (৩৫), কুদ্দুস (২৫), জসিম মিয়া (২৭), মছব আলী (৩৫), ফজু মিয়া (৩৪), খোকন মিয়া (২৩), ফজলু মিয়া (৩৫), ইউসুফ আলী (৩৩) ও আব্দুল জলিলকে (৩৫) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুল বাছেত সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নাহিদ ফাইন টেক্সটাইল মিলসের জেনারেল ম্যানাজার এস এম ইব্রাহিম জানান, তারা সম্প্রতি মাধবপুর উপজেলার হরিতলায় ২০ একর জমি কিনে ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। কাজ শুরুর পর থেকেই বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু চাঁদা না দেওয়ায় বিকেলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে কোম্পানির শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় তাদের হামলায় ২০ জন আহত হন।

এ ব্যাপারে বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৪)