কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে নুর ইসলাম (৫০) নামের এক আওয়ামী লীগকর্মী নিহতের প্রতিবাদে প্রতিপক্ষের ১০টি বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আরো ১০টি বাড়ি-ঘর। 

এদিকে আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় পোড়াদহ বাজারের পাশে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নূর ইসলাম নিহত হন। এর প্রতিবাদে নিহতের পক্ষের লোকজন রাতে প্রতিপক্ষ পারভেজ গ্রুপের ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এ সময় ১০টি বাড়ি-ঘর ভাঙচুরও করা হয়।

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পারভেজ গ্রুপের রিন্টু ও রকি নামে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৪)