বিনোদন ডেস্ক : খালেদ খান। মঞ্চ ও টিভি নাটকের নন্দিত এক অভিনেতা, যদিও মঞ্চ নাটকের মানুষের কাছে যুবরাজ নামেই বেশি পরিচিত ছিলেন। আবৃত্তিশিল্পী হিসেবেও তার বেশ সুনাম ছিল। কিন্তু কখনও সিডি আকারে বের হয়নি তার আবৃত্তির ক্যাসেট।

২০১৩ সালের ২০ ডিসেম্বর, না ফেরার দেশে চলে যান গুণী এই অভিনেতা। আজ এ অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকী। প্রয়াত খালেদ খানকে স্মরণ করে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করতে যাচ্ছে আবৃত্তির অ্যালবাম। ২০ ডিসেম্বর, সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে এ অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন আলী যাকের।

১৯৯৬ সালে প্রয়াত এ অভিনেতার কণ্ঠে কিছু আবৃত্তি রেকর্ড করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে তা সিডি আকারে প্রকাশ করা হয়নি। সে সময়ের ধারণকৃত আবৃত্তিগুলোই এখন প্রকাশ করা হচ্ছে। এ অ্যালবামটিতে মোট ১৮টি কবিতা রয়েছে। ৭টি কবিতায় তার সহশিল্পী হিসেবে আছেন শ্যামা হাই। অ্যালবামটির যন্ত্রাণুষঙ্গ পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৪)