কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়ায় শনিবার সকালে বাস ও নসিমনের সংঘর্ষে নসিমনচালক জীবন (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নসিমনে থাকা পল্লী বিদ্যুতের চারজন শ্রমিক।

কুষ্টিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খায়রুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন শ্রমিক পল্লী বিদ্যুতের কিছু সরঞ্জাম নিয়ে নসিমনে করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষ্মীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়ায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে নসিমনটির ধাক্কা লাগে। এতে নসিমনের চালকসহ পল্লী বিদ্যুতের চারজন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে নসিমনচালক জীবন মারা যান।

পল্লী বিদ্যুতের আহত শ্রমিক মোহাম্মদ আলী (২৫), সাহেব আলী (৪৫), রাজীব (২৫) ও রতন (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৪)