নড়াইল প্রতিনিধি : নড়াইলে কর ব্যবস্থাপনা, সুশাসন ও জাতীয় বাজেটের গণতন্ত্রায়ন শীর্ষক আলোচনায় জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানানো হয়েছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলন নড়াইল জেলা কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টায় জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সভাপতি খন্দকার শওকত আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিশেষ অতিথি সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান, স্বপ্না সেন, কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের প্রভাষক সুরঞ্জন রায় প্রমুখ।

সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

(টিএআর/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)