নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে কর ব্যবস্থা, সুশাসন ও বাজেটের গণতন্ত্রায়ন বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন। শনিবার সকালে মাইজদী বিআরডিবি মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন নোয়াখালীর সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফার মোমিন, বারের সাবেক সম্পাদক এডভোকেট মোল্লা হাবিবুর রসূল মামুন, অন্ধ কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা ভূইয়া-সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

বক্তাগণ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির জন্য সেবাখাতে ব্যয় বাড়ানো, পরোক্ষ কর ও ভাটের বোঝা কমানো, কর্পোরেট ট্যাক্স ইনসেনটিভ বাতিল, কর্পোরেট ট্যাক্স ফাঁকি বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডের আরো সক্রিয় ভূমিকা ও মনিটরিং ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানান।

(জেএইচবি/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)