বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তিকারী ব্যক্তি সুস্থ মস্তিকের হতে পারে না। বিকৃত মানসিকতার মানুষের পক্ষেই কেবল জাতির পিতা সম্পর্কে মিথ্যাচার করা সম্ভব। বিএনপির ভাইস চেয়ারম্যান জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়ে আলোচনায় থাকার জন্যই ইতিহাস বিকৃতির পথ বেছে নিয়েছে। তারেক রহমান বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে অন্যথায় রাজপথে রাজনৈতিকভাবে জবাব দেয়া হবে।

তিনি বগুড়ায় বিএনপির হরতাল প্রসঙ্গে বলেন, কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বগুড়ায় অর্ধদিবস হরতাল ডেকে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বগুড়া জেলা বিএনপি। নেতাদের জামিন না মঞ্জুর হওয়ায় বিএনপি হরতাল ডেকে প্রমাণ করেছে আইন আদালতের উপর তাদের আস্থা নেই। তাই হরতাল ডেকে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে। এদের বিরুদ্ধে সচেতন বগুড়াবাসীকে রুখে দাঁড়াতে হবে। আগামীতে বিএনপিকে ঘৃনাভরে প্রত্যাখান করার জন্য বগুড়াবাসীর প্রতি তিনি আহবান জানান।

তিনি শনিবার বেলা সাড়ে ১২ টায় দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমান কর্তৃক কটুক্তি ও বগুড়ায় বিএনপির অর্ধদিবস হরতালের প্রতিবাদে সমাবেশের পূর্বে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে জেলা ছাত্রলীগ সভাপতি আল রাজি জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন এড. রেজাউল করিম মন্টু, টি জামান নিকেতা, এসএম শাহজাহান, আনিছুজ্জমান মিন্টু, আবুল কাশেম ফকির, রফি নেওয়াজ খান রবিন, শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনি, উদয় কুমার বর্মন। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাশরাফি হিরো’র পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা নুরুল আমিন শিশির, রাজিবুল ইসলাম রাজিব, আহমেদুর রহমান ডালিম, নাঈমুর রাজ্জাক তিতাস, সনত কুমার সরকার, জিহাদ আল হাসান জুয়েল, আসলাম হোসেন, স্বপন মিয়া প্রমুখ।

(এএসবি/এএস/ডিসেম্বর ২০, ২০১৪)