স্টাফ রিপোর্টার : সর্বশেষ অর্থবছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ায় ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে তুং হাই নিটিং। ঘোষিত বোনাস শেয়ার ইতোমধ্যে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১ সেপ্টেম্বর থেকে দেশের ‍উভয় পুঁজিবাজারে তুং হাই নিটিংয়ের শেয়ার লেনদেন শুরু হয়েছে। গত ২১ অক্টোবর কোম্পানিটি ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

গত ১৭ ডিসেম্বর বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২১, ২০১৪)