ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটির ডেবরা গ্রামের প্রেসিডেন্ট বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শনিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুটে নেয়। গৃহকর্তা মাসুদ হাওলাদার জানান, রাত আড়াইটার দিকে ক্লবসিবল গেটের তালাভেঙে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে।

এসময় তারা পিস্তল ও রামদা নিয়ে মেরেফেলার ভয় দেখিয়ে মাসুদ হাওলাদারের মা বকুল বেগম, খালা পিয়ারা বেগম, ভগ্নিপতি মজিবুর রহমান ও চাচাতো ভাই পলাশ হাওলাদারকে রশি দিয়ে বেধে ফেলে।

ডাকাতদল ঘরের ৩টি কক্ষের ৩টি আলমারি ভেঙে ৭ ভরি সোনার গহনা ও নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা আসে ডাকাতদলকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

নলছিটি থানার ওসি আবুল খায়ের জানান, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

(এএম/এটিআর/ডিসেম্বর ২১, ২০১৪)