ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি :‘ সাংবাদিকদের হোল্ডিং ট্যাক্স নিয়ে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরদীতে হোল্ডিং ট্যাক্স আদায়ে যে উন্নতি হয়েছে, তাতে ট্যাক্স আদায়ে পাবনা জেলায় ইউনিয়নগুলোর মধ্যে ঈশ্বরদী শীর্ষে’।

২১শে ডিসেম্বর সফটটেক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে ‘শক্তিশালী ও কার্যকর ইউনিয়ন পরিষদ গঠনে হোল্ডিং ট্যাক্স-এর গুরত্ব’ শীর্ষক সংলাপে চেয়ারম্যানরা একথা বলেন।

মিডিয়া বেজড্ সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও এসডিসি’র সহযেগিতায় এবং স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের পাবনা জেলা শাখার সভাপতি স্বপন কুমার কুন্ডু।

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম। বক্তব্য রাখেন, জনদাবী সম্পাদক আলাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা ও চতেনায় ঈশ্বরদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান ফান্টু, এলজিজেএফ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ছলিমপুর ইউপি’র চেয়ারম্যান আতিয়ার রহমান, এমএমসি’র আঞ্চলিক অফিসের ট্রেনিং অফিসার কামরুর রহমান সবুজ, প্রেসক্লাবের সহ-সভাপতি এক এম আবুল বাশার ইউপি সচিব আরজিনা খাতুন, ইউপি সদস্য আসাদুল হক প্রমুখ।

‘শক্তিশালী ও কার্যকর ইউনিয়ন পরিষদ গঠনে হোল্ডিং ট্যাক্স-এর গুরত্ব’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ফোরামের কোষাধ্যক্ষ প্রভাষক এমএ বাতেন। এসময় সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও এলজিজেএফ-এর সহ-সাধারণ সম্পাক সেলিম সরদার, স্বকাল বংলার সম্পাদক মিশুক প্রধান, সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গির হোসেন, প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সাংবাদিক শেখ মেহেদী হাসানসহ ইউনিয়ন পরিষদের নারী ও পুরুষ সদস্য এবং সচিবরা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসসি/ডিসেম্বর২১,২০১৪)