স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রথম আসরেই বাজিমাত করেছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। ভারতীয় এই টুর্নামেন্টটি এরই মধ্যে বিশ্ব র‌্যাংকিংয়ে নিজের স্থান করে নিয়েছে। দর্শক উপস্থিতির বিচারে বিশ্ব র‌্যাংকিংয়ে আইএসএলের অবস্থান চতুর্থ এবং এশিয়ায় প্রথম। স্বপ্ন পূরণের মতোই ব্যাপার। ভারতে ফুটবলের চেয়ে ক্রিকেটই বেশি জনপ্রিয়। তাই অনেকেরই অনুমান ছিল, আইপিএলের কাছে ম্লান হবে আইএসএল। কিন্তু না, বাস্তব প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা।

সবাইকে অবাক করে ১.৬ মিলিয়ন দর্শক আইএসএলের খেলা দেখেছেন বলে জানিয়েছেন আইএসএলের প্রধান উদ্যোক্তা নীতা আম্বানি। এই টুর্নামেন্টকে তিনি ভারতীয় ফুটবলের ‘বিপ্লব’ বলে আখ্যায়িত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি দর্শক সমাগম দেখে অভিভূত। আইএসএলের মাধ্যমে ভারতে ফুটবলের হাওয়া বেশ ভালোভাবেই লেগেছে। আমি বলব, আইএসএলের মাধ্যমে ভারতীয় ফুটবলে ‘বিপ্লব’ ঘটেছে। আগামীতেও উন্নতির এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।’

(ওএস/পি/ডিসেম্বর ২১, ২০১৪)